জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২৩ পেয়েছেন চার সাংবাদিক ও দুই প্রতিষ্ঠান। এর মধ্যে আজীবন সম্মাননা (মরণোত্তর) পদক পেয়েছেন দৈনিক বেগম পত্রিকার সম্পাদক নূর জাহান।
বুধবার (২৯ মে) বিকেলে তথ্য ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহম্মদ আলী আরাফাত, বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ূন কবীর খোন্দকার, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান এবং প্রেস কাউন্সিল পদক জুরি বোর্ডের সদস্য ড. আবুল মুনসুর আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেশের সব সমস্যা সরকারে থাকায় আমরা সবসময় দেখতে পাই না, তবে সাংবাদিকরা যদি সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে সরকারের সমালোচনা করে তবে আমরা তাদের পুরস্কৃত করব।
তিনি বলেন, ডয়চে ভেলে কিছুদিন আগে যে ডকুমেন্টারি তৈরি করেছে তা আওয়ামী লীগ বা সরকারের বিরুদ্ধে না, এটা আমাদের দেশের বিরুদ্ধে। তারা তো ফিলিস্তিনের জনগণের পক্ষে কথা বলেনি। আমরা জার্মান সরকারের ফিলিস্তিন ইস্যুতে সিদ্ধান্ত জানি। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিন ইস্যুতে নিরস্ত্র শান্তিপ্রিয় ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কী নির্মম হামলা তা আমরা জানি। তারা আবার কিছুদিন আগে আমাদের গণতন্ত্র ও বিএনপি সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর আচারণ নিয়ে উপদেশ দেয়।
তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম দেশ ও সরকারের স্বার্থে কাজ করবে। দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারা সংহত রাখতে আরও তৎপর হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতি বছর সাধারণত সাতটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হলেও এ বছর ছয়টি ক্যাটাগরিতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা ক্যাটাগরিতে দৈনিক বেগম পত্রিকার সম্পাদক নূর জাহানের নাম ঘোষণা করা হয়। তিনি ২০১৬ সালের ০৫ মে মৃত্যুবরণ করেন। তার হয়ে মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন তার মেয়ে বর্তমান বেগম পত্রিকার সম্পাদক ফ্লোরা নাসরিন খান। এরপর প্রতিষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিল পদক ঘোষণা করা হয় ভোরের কাগজের নাম। সম্মাননা গ্রহণ করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এ ছাড়া, আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয় দৈনিক কক্সবাজার পত্রিকাকে। এর সম্পাদক ফাতেমা জাহান এই পদক গ্রহণ করেন। এবার গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রেস কাউন্সিল পদক প্রদান করা হয় সময় টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি শিকদার জামী হোসেনকে। উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক ইকবাল হোসেনকে। এ ছাড়া নারী ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার ঝর্ণা মনিকে।
প্রান্তিক ও সুবিধা বঞ্চিত নারীর জন্য বাজেটে বরাদ্দ বেশি রাখতে হবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।