প্রোটিয়া শিবিরে শরীফুলের প্রথম আঘাত

শরীফুলের আঘাত

স্পোর্টস ডেস্ক : বড় রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই প্রোটিয়া শিবিরে খানিকটা ধাক্কা লেগেছে। সাউথ আফ্রিকার ওপেনিং ব্যাটার জানেমান মালানকে ফিরিয়েছেন পেসার শরীফুল ইসলাম।

শরীফুলের বল মালানের ব্যাট ঘেঁষে যায়, ক্যাচ লুফে নিয়েছেন উইকেট কিপার মুশফিকুল রহিম। রিভিউ নিয়েও জীবন বাঁচাতে পারেননি মালান, ফিরতে হয়েছে সাজঘরে।

শুরুতে টস হেরে শুরুতে ব্যাট করে সেঞ্চুরিয়ানের সাউথ আফ্রিকাকে ৩১৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। ৯৫ রানের পার্টনারশিপে ওপেনিং জুটিতে সাউথ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম লিটন। ৬৭ বলে ৪১ রান করে এলবির শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। এরপরই ৬৭ বলে ৫০ রান তুলে কেশভ মহারাজের বলে সোজা বোল্ড হয়ে ফিরেছেন লিটন কুমার দাস।

ক্রিজে নেমে টাল সামলে নেন সাকিব আল হাসান।

যদিও মুশফিকুর রহিম আজও সুবিধা করতে পারেননি। ১২ বলে করেছেন মাত্র ৯ রান। তবে পাঁচে নামা ইয়াসির আলী রাব্বিকে সাথে নিয়ে ১১৫ রানের পার্টনারশিপ গড়েছেন সাকিব। ৬৪ বলে ৭৭ রানে সাকিব ফেরার পর কিছুক্ষণের মধ্যে ব্যক্তিগত ৫০ রানে সাজঘরের পথ ধরেন ইয়াসির।

দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। তবে তাদের জুটি ২৯ রানের বেশি করতে পারেনি। আফিফ ফিরেছেন ১৭ রানে। ২৫ রানে ফিরেছেন রিয়াদ।

শেষ দিকে ঝলক দেখান তাসকিন আহমেদ, চার ছক্কায় দলকে নিয়ে যান ৩০০ রানের বড় দেয়ালের ওপারে।

দ. আফ্রিকার মাটিতে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড