Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতিদিনই প্রায় রেকর্ড গড়ছে নভেল করোনাভাইরাস। ভ্যাকসিনের আশায় ভারত প্রহর গুণলেও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসতে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ হয় ভারতে।
এদিকে, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন বলেন, আগামী বছরের শুরুর দিকে ভারতে কোভিড -১৯ এর ভ্যাকসিন পাওয়া যাবে। ঝুঁকিপূর্ণ অবস্থার জন্য টিকা তৈরির জরুরি অনুমোদনের কথা বিবেচনা করা হচ্ছে।
সোশাল মিডিয়াতে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে একাধিক প্রশ্ন করেন জনগণ। তার উত্তরে তিনি বলেন, “যে প্রয়োজন হলে, ভ্যাকসিনের সুরক্ষার বিষয়ে জনসাধারণের উদ্বেগ নিরসনে তিনি টিকার প্রথম শট নেবেন।’
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।