বিনোদন ডেস্ক : একেবারেই নিরবে শুধু অভিনয়টা করে চলা মানুষ অভিনেতা সায়ীদ বাবু। সম্প্রতি আমেরিকায় পেলেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। ওটিটির এই জমানায় এখন সায়ীদ বাবুর কাজের চাহিদাও বেড়েছে। সাম্প্রতিক কাজ ও কাজের স্বীকৃতি নিয়ে কথা বললেন তিনি।
প্রথমবারের আমেরিকা সফরেই বেশ বড় প্রাপ্তি। কেমন লাগছে। আরেকটি প্রশ্ন- নিজেকে নায়ক না অভিনেতা ভাবেন? এটা নিয়ে নাকি এখন বেশ তর্ক চলে
আমাকে নায়ক কেউ বলে না। আমি অভিনেতাই সবসময়। আর নায়ক ট্রেন্ডটা এখন খুব একটা নেই। আমেরিকায় এবারে যাবার মূল উদ্দেশ ছিল পরিবার নিয়ে সময় কাটানো। এর পাশাপাশি উত্তর আমেরিকার সবচেয়ে বড় এই আয়োজনের আমন্ত্রণো ছিল। তবে আয়োজক আলমগীর খান আলম ভাই এতটা সারপ্রাইজ দেবেন ভাবিনি। সকলের প্রতি কৃতজ্ঞতা।
সকলেই বলেন আপনার ক্যারিয়ারে খুব একটা আপস অ্যান্ড ডাউন নেই। সমান্তরাল, সরলরেখার মতো একটা ক্যারিয়ার। এই বিষয়টা কী আপনি প্রশংসা হিসেবে নেন নাকি সমালোচনা!
দেখুন, যে যেভাবে নিক। আমি তো মানুষ ওই একটাই। আমি তো নিজেকে বদলাবো না। আর ওই আপস অ্যান্ড ডাউন বলতে নিশ্চয়ই বোঝাতে চাইছেন যে কোনো স্ক্যান্ডাল নেই কেন। তো প্লিজ আমার নামে একটা স্ক্যান্ডাল লিখে দিন। আমিও চাই একটা দুটো হোক। হা হা হা। আর সাফল্যের দৌড় বা এক নম্বর হওয়ার রেস ওসব ভাই আমার মধ্যে নেই। আমি জানি দিন শেষে আমার কাজটা সততার সঙ্গে করতে। ভালো ভালো কাজ আমিও চাই। আমিও আমার কাজের প্রচার চাই। কিন্তু তা না হলে হাপিত্যেস করতে করতে মরে যাবো। ওই দলে আমি নই। আমি এ নিয়ে অহংকার করছি না। আসলে আমি ভাই ওইটা পারি না।
হানিফ সংকেতের নাটক ও ইত্যাদি, অভিতাভ রেজা চৌধুরীর সঙ্গে একাধিক কাজ এরকম অনেক গুণী নির্মাতার কাস্টিং তালিকায় আপনাকে দেখা যায় এর কৌশলটা কী?
কোনো কৌশল নেই। বরং কোনো কৌশল করি নাই বলেই তাদের মতো বরেণ্য নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন, কাজ করেন। এটুকুই আমার অর্জন। আমি ডিরেক্টর’স আর্টিস্ট। নির্মাতার আদেশ-পরামর্শের বাইরে আমি কিছু করি নাই। করতেও চাই না।
সর্বশেষ ওয়েব সিরিজ ‘বোধ’ এ আপনার কাজ প্রশংসিত হয়েছে। এরপরবর্তী আপনার আর কী কী কাজ আসছে?
চারটা বড়বড় ব্র্যান্ডের টিভিসি শেষ করেছি। বিএসআরএম, বাংলালিংকের দিনবদল টুসহ বেশ কিছু। চলচ্চিত্র ‘নন্দীনি’র কাজ শেষ করলাম। তবে এর ভেতরে দিনবদল সিরিজের কাজটির কথা আলাদা করে উল্লেখ করতে চাই, কারণ এই বিজ্ঞাপনটি দিয়েই সায়ীদ বাবুকে অন্যভাবে চিনেছে মানুষ। অমিতাভ ভাইয়ের প্রতি এ জন্য কৃতজ্ঞতা। সিনেমা পাড়ায় নতুন এক উচ্ছ্বাস তৈরি হয়েছে।
চলচ্চিত্রে নিজেকে কীভাবে দেখছেন
এটা আমাদের সকলের জন্য পজিটিভ। একটি দেশের চলচ্চিত্রের জায়গাটা শক্তিশালী হলে বাকি সবকিছু পোক্ত হয়ে যায়। সেক্ষেত্রে এবারের ঈদে রিলিজ হওয়া পাঁচটি ছবি নিয়ে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তা সত্যিই আনন্দের। এবং আরো একটি বিষয় উল্লেখ করতে চাই তা হলো এখনকার ছবিগুলোতে গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করা হচ্ছে। যা খুবই ইতিবাচক।
আপনাকে নতুন কোনো চলচ্চিত্রের কাজে দেখতে পাবো কী?
থার্ড জেন্ডারদের নিয়ে একটি ভিন্ন ধারার গল্পে কাজ করছি। এ মাসেই ছবিটির কাজ শুরু করবো। ছবিটির বিস্তারিত এখনই জানাতে চাই না। কাজটি হোক তারপরই না হয় জানাবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।