বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গাইডলাইন অমান্য করেছে। এমন অভিযোগেই জনপ্রিয় ১০টি অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
গুগল জানিয়েছে, ১০টি অ্যাপের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে গুগল। জানানো হয়েছিল, প্লে স্টোরের পরিষেবার জন্য এই ডেভেলপাররা গুগলকে কোনওরকম অর্থ দেয়নি। বকেয়া মেটানোর জন্য তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কোন সাড়া দেয়নি অ্যাপগুলো। আর সেই কারণেই এবার চরম সিদ্ধান্ত নিতে চলেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা গুগল।
গুগল একটি পোস্ট করে জানিয়েছে, “বর্তমানে গুগল প্লে স্টোরের সঙ্গে যুক্ত দুই লক্ষেরও বেশি ভারতীয় ডেভেলপার। তারা প্রত্যেকেই আমাদের পলিসি মেনে চলে। আমরা যে একটি নিরাপদ প্ল্যাটফর্ম, সেই সত্যতা বজায় রাখতেই এই পলিসি মেনে চলতে বলা হয়। কিন্তু অতিরিক্ত সময় দেওয়ার পরও ১০টি কোম্পানি প্লে স্টোরকে কোনও বকেয়া অর্থ দেয়নি। যদিও অন্য অ্যাপ স্টোরের পেমেন্ট পলিসি মেনেই কাজ করেছে তারা।”
এর পরই গুগল জানায়, এই ডেভেলেপারদের তিন বছরেরও বেশি সময় দেওয়া হয়েছে যাতে তারা গাইডলাইন মেনে চলে। এমনকী সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরও অতিরিক্ত তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও নিয়ম মানেনি তারা। সেই কারণেই এধরনের সিদ্ধান্তের পথে এগোতে হচ্ছে। কিন্তু এই অ্যাপগুলির থেকে ঠিক কত পরিমাণ অর্থ পেত প্লে স্টোর, তা গুগল প্রকাশ করেনি। ভারত ম্যাট্রিমনি-সহ একাধিক ম্যাট্রিমনি অ্যাপগুলো নিয়মভঙ্গ করেছে বলে জানা গেছে। খবর সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।