বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যুক্তরাজ্যের সংসদে পাসের জন্য উত্থাপন হতে যাচ্ছে ’অনলাইন সেফটি বিল’। শিশু-কিশোরদের প র্নো গ্রা ফি থেকে দূরে রাখার জন্য থাকছে একটি ধারা।
যাতে সকল প র্নো গ্রা ফি ওয়েবসাইটে বয়সের প্রমাণ ছাড়া কেউ প্রবেশ করতে না পারে। ওয়েবসাইটগুলোতে ক্রেডিট কার্ড অথবা তৃতীয় পক্ষীয় কোনো সেবার মাধ্যমে বয়সের প্রমাণ যাচাই ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না।
যে সকল ওয়েবসাইট এই নিয়ম মানবে না তাদেরকে লভ্যাংশের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে কাজ করে থাকে এমন কয়েকটি গ্রুপ বেশ কয়েক বছর ধরেই প র্নো গ্রা ফি সাইটে বয়স যাচাইয়ের কঠোর ব্যবস্থা করার জন্য চাপ দিয়ে আসছে।
এখনকার যাচাই ব্যবস্থা যে কেউ চাইলেই পাশ কাটাতে পারে, এর ফলে শিশুরাও প র্নো গ্রা ফি তে আ স ক্ত হয়ে পড়ছে । এর আগে ২০১৯ সালেও এ ধরনের বিল উত্থাপন করা হয়েছিল, যদিও তা পাস হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।