Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ফজরের সুন্নত কাজা হলে যা করণীয়
    ইসলাম ধর্ম লাইফস্টাইল

    ফজরের সুন্নত কাজা হলে যা করণীয়

    জুমবাংলা নিউজ ডেস্কMay 23, 20233 Mins Read

    ফজরের সুন্নত নামাজের কাজা আদায়ের নিয়ম

    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ‘নিশ্চয় নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ’ (সুরা নিসা: ১০৩)। সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয় হওয়া পর্যন্ত ফজরের নামাজের সময়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়। ওই সময়ের মধ্যে নামাজ পড়তে না পারলে নামাজ কাজা করতে হবে। আর সূর্যোদয়ের হলুদ রঙ দূর হওয়ার পর আলো ভালোভাবে ছড়িয়ে না পড়া পর্যন্ত নামাজ পড়া নিষেধ। কারণ ওই সময়টি নামাজের জন্য হারাম। কাজা পড়তে হলে এসময়ের পরেই পড়তে হবে। কেননা হাদিসে এসেছে, উকবা বিন আমের জুহানি (রহ.) বলেন—

    ফজরের সুন্নত কাজা হলে যা করণীয়

    ‘তিনটি সময়ে রাসুলুল্লাহ (স.) আমাদের নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। (১) সূর্য উদয়ের সময়; যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। (২) সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। (৩) যখন সূর্য অস্ত যায়।’ (সহিহ মুসলিম: ১৩৭৩)

    ফিকহের কিতাব থেকে জানা যায়, ফজরের সময়ে সূর্যোদয়ের পর সর্বোচ্চ ১১মিনিট পর্যন্ত এবং মাগরিবের সময়ে সূর্যাস্তের পূর্বে সর্বোচ্চ ১৬মিনিট পর্যন্ত মাকরুহ বা হারাম সময়। (আহসানুল ফতোয়া: ২/১৪৩)

    মুসলিম মাত্রই সবসময় একটি কথা স্মরণ রাখা উচিত, সেটি হলো- নামাজের ব্যাপারে অবহেলা করা যাবে না। আল্লাহ তাআলা ওসব নামাজিদের ব্যাপারে বলেন, ‘অতএব দুর্ভোগ সেসব নামাজির, যারা তাদের নামাজ সম্বন্ধে বে-খবর।’ (সুরা মাউন: ৪-৫)

    এই আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘যারা নামাজের নির্দিষ্ট সময় থেকে দেরিতে আদায় করে…।’ (তাফসিরে কুরতুবি: ২০/২১১)

    ঘুম বা ভুলে যাওয়ার কারণে যদি নামাজ ছুটে যায়, তাহলে তা কাজা করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ফজর নামাজ ছুটে গেলেও তা কাজা করা ওয়াজিব। কেননা, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকায় তা ছুটে যায়, তাহলে তার কাফফারা হলো সে যখনই তা মনে করবে, তখনই (সঙ্গে সঙ্গে) নামাজ আদায় করে নেবে।’ (মুসলিম: ৬৮৪)

    ফজরের সুন্নত কাজা করতে হবে?
    ফজরের সুন্নত নামাজ সুন্নতে মোয়াক্কাদা। আবার অন্য সকল সুন্নতের চেয়ে এর গুরুত্বও বেশি। হজরত আয়েশা (রা.) বর্ণিত হাদিসে এসেছে, ‘ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে, তার চেয়ে উত্তম।’ (মুসলিম: ৭২৫)

    অন্য হাদিসের বর্ণনায়, ‘ঘোড়া যদি তোমাদের রেখে চলেও যায়, তবুও ফজরের দুই রাকাত সুন্নত ত্যাগ করো না।’(আবু দাউদ: ১২৫৮)

    ফজরের সুন্নত নামাজের কাজা আদায়ের নিয়ম
    ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি হওয়ার কারণে কাজা করার সময় সুন্নতসহ পড়তে বলেছেন রাসুলুল্লাহ (স.)। অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরে দুই রাকাত করে— মোট চার রাকাত (দুই রাকাত সুন্নত ও দুই রাকাত ফরজ) নামাজ আদায় করে নেওয়া। নবীজি (স.) বলেন, ‘যে ফজরের দুই রাকাত (সুন্নত) পড়তে পারে না, সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়।’ (তিরমিজি: ৪২৩)

    ফিকহের কিতাবে রয়েছে, ছুটে যাওয়া ফজরের নামাজ যদি ওইদিন জোহরের ওয়াক্ত শুর হওয়ার পূর্বেই কাজা করা হয়, তাহলে দুই রাকাত দুই রাকাত করে মোট চার রাকাত পড়তে হবে। আর যদি জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর কাজা করা হয়, তাহলে শুধু দুই রাকাত ফরজ পড়তে হবে; সুন্নত পড়ার দরকার নেই। (সূত্র: সুনানে তিরমিজি: ৪২৩; আল-মাবসুত, সারাখসি: ১/১৬১)

    অতএব কোনোকারণে যদি ফজরের নামাজ ছুটে যায়, তাহলে তা আমরা সুন্নতসহ পড়ার চেষ্টা করব, আর সুন্নতসহ পড়তে হলে যেহেতু জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই পড়তে হয়, তাই একটু আগেভাগেই তা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

    আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের ব্যাপারে আরও বেশি সজাগ ও সচেতন হওয়ার তাওফিক দান করুন। সহিহ সুন্নাহ অনুযায়ী নামাজ পড়ার তাওফিক দান করুন। আমিন।

    ফজরের সুন্নত আগে নাকি ফরজ আগে, ইকামত শুরু হলে ফজরের সুন্নত আদায় করা যাবে কিনা, ফজরের সুন্নত নামাজে কোন সূরা পড়তে হয়, ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ম, ফজরের ফরজ নামাজের পর সুন্নত পড়া যাবে কিনা, ফজরের নামাজের সুন্নত আগে না পরে, ফজরের সুন্নত কাযা পড়ার নিয়ম, ফজরের সুন্নত নামাজের পর দোয়া, ফজরের সুন্নত কি কাযা করতে হবে, ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ম, ফজরের সুন্নত নামাজের পর দোয়া, ফজরের সুন্নত নামাজের নিয়ম, ফজরের সুন্নতের কাযা, ফজরের সুন্নত আগে না পরে

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ইসলাম করণীয়, কাজা ধর্ম ফজরের লাইফস্টাইল সুন্নত হলে
    Related Posts
    কম্পিউটার

    মানুষের সঙ্গে কম্পিউটারের পার্থক্য কোথায়? উত্তর জানলে অবাক হবেন

    August 21, 2025
    Girls

    পুরুষের যে গুণ মেয়েদেরকে সবচেয়ে বেশি আর্কষণ করে

    August 21, 2025
    এক মাসে ওজন কমানোর রুটিন জানুন এখনই

    এক মাসে ওজন কমানোর রুটিন জানুন এখনই

    August 21, 2025
    সর্বশেষ খবর
    Rubel

    রুবেল দেখিয়েছেন সাফল্য শুধু চাকরিতে নয়, ঘাস থেকেও পাওয়া যায়

    ওয়েব সিরিজ

    রোমান্সের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, রিলিজ হলো নতুন ওয়েব সিরিজ

    সাংবাদিক অপহরণ

    সাংবাদিক অপহরণ কাণ্ডে সব পদ হারালেন ছাত্রদল নেতা

    কম্পিউটার

    মানুষের সঙ্গে কম্পিউটারের পার্থক্য কোথায়? উত্তর জানলে অবাক হবেন

    Ma O Maya

    খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

    জাহিদ হাসান

    ‘মায়ের মতো একটা বউ পেয়েছি’— জাহিদ হাসান

    ullu web series cast actress name

    সম্পর্কের জটিলতা নিয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ, দর্শকদের মন জয় করেছে!

    তারকাকন্যা

    শাহিদকে পেতে মরিয়া তারকাকন্যা, স্ত্রী বলে দাবি

    powerball jackpot

    Did Anyone Win the Powerball Jackpot? $700 Million Up for Grabs After Wednesday’s Drawing

    peacemaker

    Peacemaker Season 2 Release Time Confirmed: Here’s When You Can Watch It Worldwide

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.