ফণীর তাণ্ডবে পাথরঘাটায় ঘর ধসে দাদি-নাতি নিহত

জুমবাংলা ডেস্ক: বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে ঘর ধসে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন নূরজাহান (৬০) ও তাঁর নাতি জাহিদুল (৮)।

গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চরদোয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদোয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হতাহতদের উদ্ধার তদারকি করতে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট রওনা দিয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘর চাপা পড়ে নিহতদের মধ্যে নূরজাহানের স্বামীর নাম আব্দুল বারেক। তার নাতি জাহিদের বাবার নাম ইব্রাহিম।