জুমবাংলা ডেস্ক : অজ্ঞাত রোগে তিন স্কুল ছাত্রীকে ভর্তি করা হয়েছে। তারা ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে তাদের সবাইকে এনে ভর্তি করা হয়।
স্কুলটির প্রধান শিক্ষিকা নাদিরা বেগম জানায়, স্কুল চলাকালে স্কুল ছাত্রী রিন্তি আক্তার হঠাৎ করে পেট ব্যথা ও বমি বমি ভাব বলে অজ্ঞান হয়ে যায়। এ সময় ৭ম শ্রেণির ছাত্রী মায়া আক্তার, নবম শ্রেণির মায়া আক্তার সহ একে একে স্কুলের ১৪ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে স্কুলটি বন্ধ ঘোষণা করি। অসুস্থদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
এদিকে মেডিকেলে আনার পর কর্তব্যর্রত চিকিৎসক ১১ জন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। বাকী তিনজনকে হাসপাতালে ভর্তি অবস্থায় রাখা হয়েছে। তবে কী কারণে বা কি রোগে এরা আক্রান্ত হলো তা এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।