ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ হাজার ৭০০ দুস্থ সদস্যের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
সকাল ১০টার দিকে শহরের কমলাপুর চাঁদমারিতে তাদের হাতে এসব ত্রাণ তুলে দেয়া হয়।
জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান জানান, ফরিদপুরের ৯টি উপজেলার প্রত্যেকটি উপজেলাতে ৩০০ করে মোট ২ হাজার ৭০০ সদস্যকে এ ত্রাণ দেওয়া হয়েছে। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজসহ একটি সাবান ও মাস্ক দেয়া হয়েছে।
তিনি জানান, আনসার ও ভিডিপির যেসব অনিয়মিত সদস্য রয়েছেন তারা তুলনামূলক দুস্থ। তাদের মানবিক সহায়তা স্বরুপ এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান, সহকারী জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, সদর উপজেলা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলামসহ অন্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।