
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে রোববার বিকেলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টা চলা এই সংঘর্ষে অসংখ্য ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, শরকি, কালি, কাতরা, টেটা এবং সড়কের ইট ব্যবহার করেছে। অনেকেই হেলমেট পরে সংঘর্ষে অংশ নিয়েছিল। দুইপক্ষের গ্রামবাসী তিন ঘণ্টা ধরে মুখোমুখি অবস্থানে থেকে ইটপাটকেল এবং দেশীয় অস্ত্রের আঘাতে সংঘর্ষ চালায়। গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সূত্রপাত হয়েছে সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের কারণে। পূর্বে শুক্রবার ওই জমির মাপজোক নিয়ে সালিশ বৈঠকের কথা থাকলেও সমাধান না হওয়ায় রোববার বিকেলে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় সংঘর্ষকারীরা একাধিক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে বেপরোয়া গ্রামবাসীকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



