জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ আরও ৪৮ জনের করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৭১ জন।
সোমবার রাত সাড়ে নয়টায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, নতুন করে যে ৪৮ জনের করোনাভাইরাস তাদের মধ্যে ফরিদপুর সদরে ১০, বোয়ালমারীতে নয় জন, চরভদ্রাসন পাঁচ, নগরকান্দা তিন, ভাঙ্গায় সাত, আলফাডাঙ্গায় তিন, সালথায় তিন এবং সদরপুরের আট জন।
তিনি বলেন, ফরিদপুর সিআইডি পুলিশের এক এসআই ও বোয়ালমারী সোনালী ব্যাংকের এক কর্মকর্তা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক মাহফুজুর রহমান বুলু জানান, করোনা শনাক্তকরণ ল্যাবে রবিবার ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬৯ জনের। এর মধ্যে ফরিদপুরে ৪৮ জন, গোপালগঞ্জের আছেন ১২ জন ও রাজবাড়ীর দুই জন এবং মাদারীপুরে দুই জন।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত আটজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।