ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২৫

ছবি গুগল ম্যাপ

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা থানার পূর্ব সদরদী এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২৫ জন।  মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান , চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর অপর একজন মারা যায়।  মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।