ফলের জুসের পরিবর্তে দেওয়া হলো ডিটারজেন্ট মেশানো পানি, অতঃপর

ফলের জুস

ফলের জুসের পরিবর্তে দেওয়া হলো ডিটারজেন্ট মেশানো পানি, অতঃপর

আন্তর্জাতিক ডেস্ক: রেস্টুরেন্টে ফলের জুসের পরিবর্তে দেওয়া হয়েছে ডিটারজেন্ট মিশ্রিত পানি। ফলে ডিটারজেন্ট মিশ্রিত পানি খেয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে তাদের পাকস্থলী পরিষ্কার করেন চিকিৎসক। চীনের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানায়।

গত ১৬ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ ঘটনা ঘটে।

এ ঘটনার ভুক্তভোগী গ্রাহক সিস্টার উকং তার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন। কিন্তু রেস্টুরেন্টের এক খাদ্য পরিবেশক ফলের জুসের ডিটারজেন্ট মিশ্রিত পানির বোতল নিয়ে আসেন। পরে তিনি বুঝতে পারেন জুস পরিবেশনের ক্ষেত্রে ভুল হয়েছে। এরপরই ওই সাতজনের সবাইকে একটি হাসপাতালে পাঠানো হয়।
ফলের জুস
এ ঘটনায় রেস্টুরেন্টের পক্ষ থেকে জানানো হয় খাদ্য পরিবেশক ওই নারীর চোখে সমস্যা থাকার কারণে তিনি ভুল করেছেন।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, সাত গ্রাহকের সবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন।

উকং বলেন, জুস হিসেবে পরিবেশন করা পানীয়তে প্রথম চুমুকটি দিয়েছিলেন তার স্বামী। চুমুক দেওয়ার পরই তিনি সবাইকে জানান, এর স্বাদ তিক্ত। তারপর তিনি (উকং) এক চুমুক দেন। তারও খুব খারাপ লাগে।

এবার কিস্তিতে বই বিক্রি