টাকা অনেক সময় মানুষকে মানবিক করে, আবার টাকার গরম সহ্য করতে না পারলে সে টাকা মানুষকে অমানুষেও পরিণত করে। সেরকম অমানুষদের পদতলে পিষ্ট হতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষদের। এমনই এক টাকার মালিকের রোষানলে পুড়তে হল বসুরহাটের ফল ব্যবসায়ী মিলনকে।
বসুরহাটের কোটিপতি স্বর্ণ ব্যবসায়ী আপন জুয়েলার্সের মালিক জসিম উদ্দিনের ছেলে মো. শাহেদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো মিলনের ফল দোকান। পাশাপাশি এ আগুনে পুড়ে গেল মিলনের স্বপ্ন ও ভবিষ্যত।
মঙ্গলবার (৭ মে) দুপুর ২টায় বসুরহাটে আপন জুয়েলার্সের সামনে থেকে ফল ব্যবসায়ী মিলনকে উচ্ছেদ করার জন্য তার দোকানে পেট্রল ঢেলে আগুন দেয় শাহেদ। পরবর্তীতে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ শাহেদকে আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফল ব্যবসায়ী এ প্রতিবেদককে প্রশ্ন করে বলেন, শাহেদের এমন আচরণের বিচার কি হবে? নাকি সেটিও টাকার ভারে পিষ্ট হবে। পুলিশ তাকে কোনো বিচার ছাড়া ছেড়ে দিলে এ গরীব মানুষগুলোর প্রতি আরও বেশি অত্যাচার বেড়ে যাবে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি বলেন, আপন জুয়েলার্সের মালিকের ছেলে তার দোকানের সামনে রাখা একটি খাচির মধ্যে আগুন দিয়েছে। তবে কোনো দোকানে আগুনের ঘটনা ঘটে নাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

টাকা অনেক সময় মানুষকে মানবিক করে, আবার টাকার গরম সহ্য করতে না পারলে সে টাকা মানুষকে অমানুষেও পরিণত করে। সেরকম অমানুষদের পদতলে পিষ্ট হতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষদের। এমনই এক টাকার মালিকের রোষানলে পুড়তে হল বসুরহাটের ফল ব্যবসায়ী মিলনকে।

