স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি রিজার্ভ ডেতে অর্থাৎ বুধবার (১০ জুলাই) ফের মাঠে গড়িয়েছে। তবে অবশিষ্ট ২৩ বলে ব্যাটিং করতে নেমে সুবিধে করতে পারেনি কিউই ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে দলটি।
ফলে জয়ের জন্য ২৪০ রানের টার্গেট পেলো ভারত।
ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টির কারণে মঙ্গলবার পুরোপুরি শেষ হয়নি ভারত-নিউ জিল্যান্ড মধ্যকার প্রথম সেমি-ফাইনাল লড়াই। বৃষ্টিতে খেলা থামার আগে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করতে পেরেছিল গত আসরের রানার্স-আপরা।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে রস টেলর ৬৭ ও টম ল্যাথাম ৩ রানে অপরাজিত ছিলেন। আর ৭ রান করতেই রানআউট হয়ে ফেরেন অভিজ্ঞ টেলর। দুই অঙ্ক স্পর্শ করতেই ভুবনেশ্বর কুমারের বলে মিড-উইকেটে রবিন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ল্যাথাম। একই ওভারের শেষ বলে নয় নম্বরে নামা ম্যাট হেনরিকে উইকেট ছাড়া করেন ভুবনেশ্বর।
ভারতের বোলারদের মধ্যে ভুবনেশ্বর ৪৩ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।