আমাদের দৈনন্দিন জীবনে স্টাডি এবং তথ্য সংক্রান্ত নানা কাজে অনলাইন এআই টুলস ব্যবহার করে থাকি। তবে এসব টুলস বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে আছে। এজন্য আমরা অনেকেই বিভিন্ন এই টুলস এর নাম এবং ব্যবহার জানি না। তবে সকল টুলস একই প্ল্যাটফর্মের অধীনে আনতে কাজ শুরু হয়েছে।
ফিউচারপিডিয়া হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি সকল এআই টুলস এক জায়গায় পেয়ে যাবেন। ফিউচারপিডিয়াতে নিজের পছন্দের টুল চয়েস করে ব্যবহার করতে পারবেন।
এটির সবথেকে দুর্দান্ত একটি ফিচার হচ্ছে কোন ধরনের লগইন বাদ দিয়েই কাজ শুরু করে দিতে পারবেন। ভেতরে প্রবেশের পরে এটার ডিজাইন ও ইন্টারফেস আপনাকে মুগ্ধ করবে।
এখানে আপনি ফিল্টার করার অপশন পাবেন এবং কী কী সুবিধা রয়েছে সেটাও দেখতে পারবেন। অনেক ফিচার আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে প্রিমিয়াম অপশন এভিলেবল রয়েছে।
গ্রাফিক্স এবং ওয়েব সংক্রান্ত কিছু টুল আপনি দেখতে পারবেন। এখানে এমন এআই টুল রয়েছে যা আপনার কল্পনা করার বিষয়কে নান্দনিক রূপে ফুটিয়ে তুলতে পারবে। এ ফিচারের নাম হচ্ছে প্লেগ্রাউন্ড এআই।
এখানে আগের কিছু নান্দানিক ছবির দৃশ্য দেখতে পারবেন এবং কালার, ডিজাইন সবকিছু আপনি নিজেই চয়েস করে দিতে পারবেন। প্রোডাক্ট বট নামে আরও একটি টুল রয়েছে যা আপনাকে কোয়ালিটি সম্পন্ন পণ্য বাছাই করতে সহায়তা করবে।
আপনি কথোপকথনের মাধ্যমে আপনার প্রয়োজনের কথা এআই টুলকে জানাবেন। সে সঠিক পণ্যের ব্যাপারে সব ধরনের তথ্য আপনাকে দিয়ে দিবে।
এখানে নোশন এআই নামে একটি টুল রয়েছে যেখানে আপনি বিভিন্ন কোড এবং কঠিন ফর্মুলার সমাধান পাবেন। তবে এখানে লগইন করার প্রয়োজন হবে। শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও ভালো অভ্যাস গড়ে তোলা, হতাশা কাটিয়ে ওঠার ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ক টুল এখানে আপনি পেয়ে যাবেন। সহজ, সুন্দর ও প্রাণবন্ত স্টাইলে উপস্থাপনার জন্য ফিউচারপিডিয়া ভবিষ্যতে অনেক জনপ্রিয় হয়ে উঠতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।