স্পোর্টস ডেস্ক : আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা থান্ডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। নিলামের আগেই টাইগার পেসারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল দলটি। এলপিএলে হয়তো অভিষেক হচ্ছে না ফিজের। ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেছে কলম্বো পুলিশ। আর সেই কারণেই দলটির সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে এমনটা। প্রতিবেদনে বলেছে, শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় প্রণীত ক্রীড়া আইনের ২০১৯ সালের অপরাধ প্রতিরোধের আইনি ধারায় বুধবার কলম্বোতে তামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীলঙ্কান পুলিশের সূত্রে সংবাদমাধ্যমটি বলছে, তামিম রহমান বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। কলম্বোতে একটি ফ্লাইটে চড়ার আগে তাকে আটক করা হয়। এলপিএলে দুর্নীতি বা ফিক্সিংয়ের সঙ্গে তার গ্রেপ্তারের সংযোগ আছে বলেও ধারণা করা হচ্ছে। যদিও এর বিস্তারিত জানা যায়নি।
এক বিবৃতিতে এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সংস্থাটি বলছে, ‘যদিও তামিম রহমানের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়গুলি এখন পর্যন্ত অস্পষ্ট, তবে লঙ্কা প্রিমিয়ার লিগের সততা এবং এই লিগে নিখুঁত কার্যক্রম পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি বাতিলের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য, এলপিএলের মূল্যবোধ ও খ্যাতি বজায় রাখা। সেইসঙ্গে সকল অংশগ্রহণকারীর আচার আচরণ এবং ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মান নিশ্চিত করা।’
উল্লেখ্য, সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বেশ কিছু অপরাধকে আইনি ধারায় নিয়ে এসেছে শ্রীলঙ্কা। ২০১৯ সালের নভেম্বরে দেশটির সংসদে এই সংক্রান্ত তিনটি অপরাধ প্রতিরোধের বিল পাস করা হয়। বিল প্রস্তুতের সময় আইসিসির দুর্নীতি প্রতিরোধী ইউনিটের সহায়তা নিয়েছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।