গুগলের টেলিভিশনে নতুন অনেক ফিচার যোগ করা হয়েছে যা ব্যবহারকারীদের নতুন অভজ্ঞতা প্রদান করতে সক্ষম। এখন গুগল টেলিভিশন তার অপারেটিং সিস্টেমের মাধ্যমে ওয়ারল্যাস অডিও ফিচার ব্যবহারের সক্ষমতা অর্জন করেছে।
গুগল তাদের এক প্রেজেন্টেশনে জানিয়েছে Android TV ও Google TV তে অতিরিক্ত ফিচার যোগ করার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে।
গুগলের Android TV বাজারের অন্যতম সেরা স্মার্ট টিভি। সর্বশেষ কয়েক বছরে গুগল টিভির সিস্টেমে উল্লেখযোগ্য ফিচার তেমন যোগ হয়নি। এখন গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর তাৎপর্যপূর্ণ ব্যবহার বাড়িয়েছে।
Android TV এর মেনু ও ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। Android TV ও Google TV এর স্টোরে এই আপডেট যোগ করা হয়েছে। একজন ব্যক্তির হার্টরেট ও ফিটনেস টেস্ট এর তথ্য টিভিতে দেখা যাবে।
ব্যবহারকারীরা এখন google টিভি থেকে নতুন ওয়ারলেস অডিও অভিজ্ঞতা লাভ করতে পারবেন। অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি ডিভাইসে এ ফিচার সাপোর্ট করবে। ওয়ারলেস ফিচার অ্যান্ড্রয়েড টিভিতে আরো সহজ করার জন্য কাজ করছে গুগল।
গুগল ডিভাইসে ব্লুটুথ ৫.০ ভার্সনটি ইন্সটল করা থাকলে এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩ সেটআপ করা থাকলে এসব ফিচার ব্যবহার করা যাবে। ডিভাইসের অভ্যন্তরীণ স্টোরেজ যেন ১৬ জিবি থাকে সে ব্যাপারে পরামর্শ দিয়েছে গুগল।
অধিকাংশ অ্যান্ড্রয়েড টিভি ডিভাইসে ৮ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া থাকে। এমনকি গুগল টিভিতেও ৮ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়। এতে নতুন আপডেট ও অ্যাপ ইন্সটল করা ও ফাইল ডাউনলোড করতে সমস্যা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।