ঢালিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে শবনম বুবলী অনেকটাই অগ্রগণ্য। সৌন্দর্য আর অভিনয়শৈলী দিয়ে জয় করেছেন তিনি লাখো ভক্তের হৃদয়। ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপোড়েনে তাঁর ফ্যাশন চয়েস আর কাজ নিয়ে কথা যেন একটু কমই হচ্ছিল এতদিন।
তবে ছেলে বীরের জন্মের পর এখন কিছুটা বড় হচ্ছে সে। আর অভিনেত্রী বুবলীও এই সময়ে অনেকটা ফিরিয়ে এনেছেন তাঁর ফিটনেস। আর ফিটনেস ফেরানো সব আকর্ষণীয় লুকে সামাজিক মাধ্যমে আর বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখা পাচ্ছি তাঁর। চলুন তবে বছর জুড়ে বুবলীর আকর্ষণ ছড়ানো দেশি-বিদেশি লুক দেখে নিই।
শর্ষে হলুদ শার্ট আর হাই ওয়েস্টেড কালো প্যান্টে বুবলী। অ্যাথলেজারের লুকে বেশ ফিট দেখাচ্ছে তাঁকে। ফুলেল ড্রেসে সাগরপাড়ে ফুরফুরে আমেজে বুবলী। এখানে তাঁকে দেখা যাচ্ছে নীল সিকুইনের গ্ল্যামারাস গাউনে।
বেইজ স্যুটের সঙ্গে লাল টপে ছিমছাম লুকে বুবলী। বডিকন মারমেইড গাউনে ফুটে উঠেছে বুবলীর চমৎকার ফিগার। জামদানির সাজে আকর্ষণ ছড়াচ্ছেন তিনি। স্যাটিনের রয়েল ব্লু বডিকন ককটেল ড্রেসে বুবলী। বাটন আপ আকাশী শার্ট আর বেইজ ফ্লেয়ার প্যান্টের এই স্টাইলটি বেশ মানিয়ে গিয়েছে তাঁকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।