Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ৮৫ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি সামরিক বিমান। আরোহীদের সবাই সেনা সদস্য।
সুলু প্রদেশের উপকূলবর্তী পাতিকূলে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিধ্বস্ত হয় সি১৩০ বিমানটি।
সেনাবাহিনী জানিয়েছে, অবতরণের আগে রানওয়ের পথ থেকে বিচ্যুত হয় বিমানটি। এরপরই এটি আছড়ে পড়ে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরোহীরা সবাই মিলিটারি প্রশিক্ষণ শেষ করেছেন। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল।
দক্ষিণ ফিলিপিন্স সামরিক বাহিনীর প্রচুর উপস্থিতি রয়েছে। সেখানে অপহরণ, অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় জঙ্গিগোষ্ঠীগুলো থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



