আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের মালমোতে ইউরোভিশন অনুষ্ঠানের বাইরে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভের সময় গ্রেটা থুনবার্গকে আটক করেছে স্থানীয় পুলিশ।
এক্স-এ শেয়ার করা ফুটেজে দেখা গেছে, কেফিয়াহ স্কার্ফে গায়ে জড়ানো থুনবার্গকে পুলিশ অনুষ্ঠান থেকে বের করে নিয়ে যাচ্ছে। ‘বিবি ও বাইডেন খুনি’ বলে স্লোগান দেন গ্রেটা।
সুইডেনের বন্দরনগরী মালোমোতে ইউরোপের সংগীত প্রতিযোগিতা ইউরোভিশনের গ্র্যান্ড ফিনালের পর্দা উঠছে।
শনিবার মালমো অ্যারেনায় এই প্রতিযোগিতার ৬৮তম আসর বসেছে। এই আসরের গ্র্যান্ড ফিনালেতে সুইডেন, ফ্রান্সসহ ইউরোপের ২৫ দেশের প্রতিযোগীর সঙ্গে ইসরায়েলি প্রতিযোগী ইডেন গোলানও রয়েছেন।
ইউরোভিশনে ইসরায়েলকে সুযোগ দেওয়ায় সপ্তাহখানেক ধরে মালমোতে উত্তেজনা চলছে। পুলিশের বরাতে সিবিসি নিউজ জানিয়েছে, শনিবার ২০ হাজারের বেশি ফিলিস্তিনপন্থি মালমো অ্যারেনার সামনে বিক্ষোভ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।