in

ফিলিস্তিনি মানবাধিকার কর্মীর বাড়ি দখলের চেষ্টা ইসরাইলি এমপির

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের শেখ জারায় ফিলিস্তিনের প্রখ্যাত মানবাধিকার কর্মী মোনা আল-কুর্দের বাড়ি দখল করতে যাওয়া এক দল উগ্রপন্থি ইহুদি বসতকারীর নের্তৃত্ব দেন ইসরাইলের পার্লামেন্ট নেসেটের এক সদস্য। খবর আরব নিউজ’র।

বেজালেল স্মট্রিচ নামে ওই এমপি একটি কট্টর ইহুদিবাদী আঞ্চলীক দলের নেতা। গত মঙ্গলবার জেরুজালেমে ফিলিস্তিনি মানবাধিকার কর্মী ওই জমজ ভাইবোন মোনা ও মোহাম্মদ আল-কুর্দের বাড়িতে দলবল নিয়ে গিয়ে চড়াও হন ইসরাইলের ওই এমপি।

শেখ জারা আবাসিক এলাকার বাসিন্দাদের কমিটির সভাপতি ইয়াকুব আরাফ গণমাধ্যমকে জানান, ইসরাইলের ক্ষমতাসীন দলের শরিক দলের কট্টর ইহুদিবাদী এমপি বেজালেল স্মট্রিচ মানবাধিকার কর্মী মোনার বাড়িতে চড়াও হলে এলাকাবাসী এসে তাকে বাধা দেন।

পরে ইসরাইলের পুলিশ এসে ওই এমপির অবৈধ কর্মকাণ্ডে বাধা দেয় এবং সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যায়।

গত মাসে শেখ জারার বাড়ি থেকে ফিলিস্তিনি মারবাধিকার কর্মী মোনাকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হয়।

বিনা কারণে কয়েক ঘণ্টা আটক রাখার পর শেষ পর্যন্ত ওই মানবাধিকার কর্মী ও তার জমজ ভাই মোহাম্মদকে ইসরাইলি পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়।

মোনাদের পরিবারসহ জেরুজালেমে বেশ কয়েকটি ফিলিস্তিনির ঘরবাড়ি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা।