ইদানিং ঢাকার ফুটপাতের চেহারা পাল্টে গেছে। ফুটপাতের চিরায়ত নকশা বাদ দিয়ে সম্প্রতি বসানো হয়েছে নতুন নকশার টাইলস, যা লাল আর হলুদ রঙের। ফুটপাতের বেশির ভাগটাই লাল টাইলসে মোড়া। তার মাঝখানে ফুট দেড়েক চওড়া একটা হলুদ রঙের লাইন চলে গেছে লম্বালম্বি বরাবর।
লক্ষ করলে দেখবেন, এই হলুদ লাইনে যে টাইলস ব্যবহার করা হয়েছে, সেগুলো লাল টাইলসের মতো সমতল নয়। হলুদ টাইলসগুলোতে উঁচু স্ট্রাইপ দেওয়া। এর ওপর দিয়ে হাঁটলে পায়ের নিচে উঁচু অনুভূতিটা তৈরি হবে। অনেকে মনে করতে পারেন, ডিজাইনে নতুনত্ব আনতে এমন করা হয়েছে।
কিন্তু আসলে হলুদ এই লাইন আর স্ট্রাইপের কারণ আছে। দৃষ্টিপ্রতিবন্ধীরা যাতে ফুটপাত ধরে সহজেই হাঁটতে পারে, তার জন্য এই ব্যবস্থা। শুধু সোজা স্ট্রাইপ দিয়ে দায়িত্ব শেষ করেনি সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মাঝেমধ্যে হলুদ রঙের টাইলসে ছোট ছোট উঁচু বৃত্ত আছে।
যেখানে ফুটপাত ঢালু কিংবা ফুটপাত শেষ, সেখানেই এই উঁচু বৃত্তের টাইলসগুলো বসানো হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীরা এই টাইলসে পা দিয়ে বুঝতে পারবে এখান থেকে ফুটপাত নেমে গেছে কোনো দোকানে বা ভবনে কিংবা মূল সড়কে। কোথায় ফুটপাত শেষ হলো, সেটাও বুঝতে পারবে এই বৃত্তওয়ালা টাইলসে পা দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।