স্পোর্টস ডেস্ক: হেক্সা জয়ের মিশন নিয়ে কাতার পা রেখেছিল ফুটবল পরাশক্তি ব্রাজিল। কিন্তু তাদের যাত্রা থেমেছে কোয়ার্টার ফাইনালে, ক্রোয়েশিয়ার বিপক্ষে। তাও আবার টাইব্রেকারে, ক্রোয়াট গোলরক্ষক একাই যেন হারিয়ে দিয়েছেন ব্রাজিলকে।
নেইমারদের ১৩টি শর্ট ফিরিয়েছেন লিভাকোভিচ ।টাইব্রেকারে রদ্রিগোর শট ফিরিয়ে দিয়েছেন তিনি। এরপর চাপে পড়ে মার্কুইনহোসও বারপোস্টে শট নিয়েছেন। তাতেই টানা দ্বিতীয়বারের মতো ক্রোয়েশিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। রাশিয়া বিশ্বকাপে ফাইনালে খেলেছিল দলটি।
ব্রাজিলকে হারিয়ে দেয়া লিভাকোভিচ জাতীয় দলের হয়ে খেলছেন ২০১৭ সাল থেকে। দলের হয়ে এখন পর্যন্ত ৩৯ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ সালের বিশ্বকাপে দলের সঙ্গী ছিলেন এই গোলরক্ষক। কিন্তু খেলতে পারেননি এক ম্যাচও। এবার সুযোগ পেয়েই যেন বাজিমাত করছেন। জাপানের বিপক্ষেও টাইব্রেকারে তিন শট ফিরিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি।
লিভাকোভিচের জন্ম ১৯৯৫ সালে, ক্রোয়েশিয়ার জাদারে। জাতীয় দলের আগে অনূর্ধ্ব দলগুলোতে খেলেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে খেলছেন দিনামো জাগরেভের হয়ে।
ব্রাজিল ম্যাচে খোলামেলা পোশাকে স্টেডিয়াম গিয়ে বিপাকে মিস ক্রোয়েশিয়া!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।