২০২৬ সালের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য লড়াই শুরু হয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে। স্বাগতিক দেশগুলো ছাড়াও ইতোমধ্যে ২৫টি দেশের খেলার জায়গা নিশ্চিত হয়েছে, কিন্তু ইউরোপের বাছাই এখনও আগ্রহ ও উত্তেজনার মধ্যে রয়েছে।
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য প্রস্তুতি এখন তুঙ্গে। ইতিহাসে প্রথমবার ৪৮টি দেশ মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে। আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দলগুলো ইতোমধ্যে নিজেদের খেলার জায়গা নিশ্চিত করেছে। তবে ইউরোপের ১৬ দলের মধ্যে শুধুমাত্র ইংল্যান্ড নিশ্চিত করেছে মূলপর্বে খেলতে পারার টিকিট।
বিশ্বকাপ-২০২৬ বাছাইপর্বের লড়াই শুরু হয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অঞ্চলের ম্যাচ দিয়ে। বাছাইপর্ব এখন প্রায় শেষ দিকে, কিন্তু ৪৮ দেশের পূর্ণ তালিকা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে। বাকি ৪৫টি দলের জন্য উত্তেজনাপূর্ণ লড়াই চলবে আগামী মাসগুলোতে, যা ভক্তদের জন্য বাড়াচ্ছে উত্তেজনা ও আগ্রহ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কোয়ালিফাই করতে ২ পয়েন্ট দূরে থাকা পর্তুগাল। এরপর ১৬ নভেম্বর খেলবে আর্মেনিয়ার বিপক্ষে। আয়ারল্যান্ডকে আজ হারাতে পারলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে রবার্তো মার্তিনেজের শিষ্যরা।
আজ রাতে মাঠে নামবে ফ্রান্সও। তাদের প্রতিপক্ষ ইউক্রেন। জয় পেলে বর্তমান রানার্সআপদেরও বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাবে। হেরে গেলেও গোল ব্যবধানের ১৬ নভেম্বর ঘরের মাঠে আজারবাইজানের বিপক্ষে ম্যাচে এগিয়ে থাকবে তারা। ফ্রান্সের ৪ ম্যাচে পয়েন্ট ১০ ও গোল ব্যবধান ৬।
ইতালি খেলবে মলদোভার বিপক্ষে। তবে সুবিধাজনক অবস্থানে নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মলদোভার বিপক্ষে জয় পেলেও গ্রুপে ১৮ পয়েন্ট ও ২৬ গোল ব্যবধান নিয়ে এগিয়ে থাকা নরওয়ে এস্তোনিয়ার বিপক্ষে জয় পেলে বিপদ বাড়বে ইতালির। প্লে-অফ এড়াতে শেষদিনে ইতালি ও নরওয়ের ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেতে হবে আজ্জুরিদের।
ইউরোপ: (১৬টির মধ্যে ১টি): ইংল্যান্ড।
উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল (০/৩): অর্থ্যাৎ একটিও নিশ্চিত হয়নি এখনও।
আফ্রিকা (৯/৯): আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া।
এশিয়া (৮/৮): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব।
দক্ষিণ আমেরিকা (৬/৬): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
ওশেনিয়া (১/১): নিউজিল্যান্ড
আন্তঃকনফেডারেশন প্লে-অফ বিজয়ী (০/২)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


