নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: প্রতি বছর ৩৬৪ দিনের অপেক্ষায় ব্যাক্তি জীবনে যেই দিনটি আসে সেটি জন্মদিন। জন্মদিন সবার কাছেই একটি বিশেষ দিন। প্রিয় জনদের সাথে কত ব্যতিক্রম আয়োজনেই দিনটিকে স্মরণীয় করতে চায় মানুষ। সুন্দর মুহূর্ত গুলোকে ক্যামেরাবন্ধী করতে চায় স্মৃতি হিসেবে। এ যাবৎকালে নানা রকমের জন্মদিন উদযাপন দেখেছে বিশ্ব। তবে এবার দেখা মিললো এক ব্যতিক্রম উদযাপন।
রোববার (৩রা সেপ্টেম্বর) বসুন্ধরা কিংস এরেনা ফুটবল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাই পর্বে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচ চলাকালীন এক বিরল ঘটনা ক্যামেরায় বন্ধী হয়।
সেখানে দেখা যায়, বাংলাদেশ ফুটবল দলের জার্সি গায়ে এক তরুণ জন্মদিনের কেক হাতে ফটোসেশন করছে৷ তারপর বন্ধুদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করছে৷
পরে জানা যায়, ওই তরুণের নাম রানা সরকার৷ তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং বসুন্ধরা শুভসংঘ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখা সভাপতি।
এ ব্যাপারে রানা সরকার বলেন, আজকে আমার জন্মদিন ছিলো, একই সাথে বাংলাদেশ বনাম আফগানিস্তানের আন্তর্জাতিক ম্যাচ এবং বসুন্ধরা কিংস এরেনা স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক। তাই বন্ধু এবং কিছু শুভাকাঙ্ক্ষীরা জন্মদিনটি স্টেডিয়াম গ্যালারিতেই উদযাপন করার ইচ্ছে প্রকাশ করে এবং সেই ইচ্ছের বহিঃপ্রকাশ এই উৎযাপন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।