কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। তিনি নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন বলে বিজিবির বরাতে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগাহাট সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের সিপাহী নং- ১১৪৬০৪। তার নাম মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
বিজিবি ও থানা সূত্রে জানা যায়, মারা যাওয়ার সময় তিনি গংগাহাট বর্ডার আউট পোস্টে (বিওপি) টহলরত ছিলেন। রাত পৌনে ১ টার দিকে বিওপির সৈনিক লাইনের পিছনে এমটি গ্যারেজের পাশে গুলির শব্দ পাওয়া যায়। নিকটবর্তী টহলদল গুলির শব্দ পেয়ে গ্যারেজের পিছনে সিপাহী নাসির উদ্দিনকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সিপাহী নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। নাসিম উদ্দিন নিজ রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ ও বিজিবি।
ফুলবাড়ী থানার ওসি ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, ‘বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে-ওই সিপাহী নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
ছবি ও সূত্র: ইত্তেফাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


