
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে আবাদী জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত কৃষক আব্দুর কাদের (৪৯) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ণ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৩ ডিসেম্বর দুপুরে আবাদী জমির আইল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী সোনাইকাজী গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে শাহাজামাল গংয়ের সঙ্গে আব্দুল কাদের গংয়ের সংঘর্ষ হয়। সংঘর্ষে কোদালের কোপে আব্দুল কাদের ও তার চাচাত ভাই একই গ্রামের বাবর আলীর ছেলে হারুন অর রশিদ (৩৭) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাদের ও হারুনকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা রাতেই তাদের রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টায় মৃত্যুবরণ করেন আব্দুল কাদের।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার এস আই হাবিবুর রহমান জানান, প্রতিপক্ষের কোদালের কোপে আব্দুল কাদের ও হারুন নামের দুই ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় ১৬ ডিসেম্বর রাতে হারুনের বাবা বাবর আলী বাদী হয়ে শাহাজামালসহ নয়জনকে আসামি করে ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন। আহত দুইজনের মধ্যে আব্দুল কাদের মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন পূর্বের মামলায় ৩০২ ধারা সংযুক্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


