কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি আধাপাকা ভবনের নির্মাণাধীন সেফটিক ট্যাংকের পানির বিষাক্ত গ্যাসে সুজন মিয়া (৩৫) ও আল-আমিন (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগাহাট বাজার সংলগ্ন একটি বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে নির্মাণসামগ্রী সরানোর সময় বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়।
মৃত সুজন মিয়া উপজেলার আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে এবং মৃত আল-আমিন অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার গংগাহাট বাজার সংলগ্ন পুলবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আউয়ালের নির্মাণাধীন বাড়ির ভেতর ২০ ফিট গভীর সেফটিক ট্যাংকের ভেতরের নির্মাণসামগ্রী সরানোর কাজ শুরু করেন শ্রমিক আল-আমিন। এসময় সেফটিক ট্যাংকের ভেতরে ঢুকে আল-আমিন জ্ঞান হারিয়ে ফেললে তাকে উঠানোর জন্য সুজন মিয়া নামেন। এতে ওই যুবকও জ্ঞান হারিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন।
পরে স্থানীয়রা ফুলবাড়ী থানা ও পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেয়। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমন মিয়া জানান, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ২০ ফুট গভীর সেফটিক ট্যাংক থেকে তাদের উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সেফটিক ট্যাংকে পড়ে মৃত দুই যুবকের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।