কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আপেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ব্র্যাক মোড় কাশিয়াবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি চন্দ্রখানা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার ব্র্যাক মোড় কাশিয়াবাড়ী সড়কে দ্রুতগামী দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের হেলপাল আপেল হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাদ্দাম হোসেন জানান, ট্রাকের হেলপাল আপেল হোসেনের মস্তিষ্কে প্রচুর রক্তক্ষণের কারণে তার মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।