জুমবাংলা ডেস্ক : ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রুপম দাস (৩৪) নামের এক যুবক।

বর্তমানে তার নাম মো. আব্দুল্লাহ আল হৃদয়। তিনি ফেনী জেলার দাগনভূঞার রামনগর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান। তার বাবার নাম ধনেশ্বর চন্দ্র দাস। মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রুপম দাস।
শুক্রবার জুমার নামাজের পূর্বে দাগনভূঞা বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কালামের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
জুমার নামাজ শেষে ইসলামে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে মুসল্লিদের উদ্দেশ্যে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া মো. আব্দুল্লাহ আল হৃদয়।
এ সময় দাগনভূঞা বড় মসজিদ কমিটির সভাপতি মো. মাহমুদুল হক, সাধারণ সম্পাদক মো. আবুল হাসেমসহ মসজিদ কমিটির অন্য সদস্যরা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। সদ্য মুসলিম হওয়া নবমুসলিমকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মসজিদ কমিটি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.