আরিফুল আমীন রিজভী, বাসস: দীর্ঘ ৫৪৪ দিন পর গত মাস হতে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণির পাঠদান শুরু হয়েছে। ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বাসসকে জানান, প্রথম শিফটে জেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী গড় উপস্থিতি ৮৫ শতাংশ এবং দ্বিতীয় শিফটে ৮৭ শতাংশ।
উল্লেখ্য পঞ্চম শ্রেণির প্রতিদিন দ্বিতীয় শিফট এ পাঠদান চললেও সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সপ্তাহে একদিন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুইদিন পাঠদান চলছে।
এ প্রসঙ্গে শিক্ষা কর্মকর্তা বলেন, শুরুর দিকে এমন চিত্র হলেও প্রতিদিনই উপস্থিতির হার বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে স্কুলের প্রতিটি অনীহা তৈরি হয়েছে। এবং সাপ্তাহে একদিন হওয়াতে অনেক সময় শিক্ষার্থীরা মনে রাখতে পারছে না কোনদিন তাদের স্কুল খোলা। দ্রুত এমন পরিস্থিতি উত্তরণে পরিবারকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। সন্তান যেন যথা সময়ে স্কুলে আসেন সেটি অভিভাবকদের জন্য যদি রাখতে হবে। তবে করোনা মহামারি বিবেচনায় উপস্থিতি বৃদ্ধির হার সন্তোষজনক।
করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনেক শিক্ষার্থী স্কুল ছেড়ে দিয়ে শিশুশ্রমে নিয়োজিত হয়েছে। এমন পরিস্থিতির কারণে উপস্থিতি কমছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষা কর্মকর্তা বলেন, এ সংখ্যা খুবই কম হওয়ারই কথা। কারণ আমাদের কাছে এমন তথ্য তেমনটি আসেনি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এ বছর ফেনীতে ৫৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৯৩১ বিদ্যালয়ে ২ লাখ ৪৪ হাজার ৮০৮জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ২০২০ সালে প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৫০জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।