জুমবাংলা ডেস্ক : ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ— এই ১১ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন।
বর্তমানে ওইসব জেলায় মোট আট লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দি অবস্থায় আছেন এবং এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এক লাখ ৮৮ হাজার ৭৩৯ মানুষ।
শুক্রবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসব তথ্য জানান।
এছাড়া, মঙ্গলবার থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত, এই সময়ের মাঝে সাত জেলায় মোট ১৩ জন মারা গেছেন। এর মাঝে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন রয়েছেন।
বন্যাকবলিত এলাকাগুলোয় এখন পর্যন্ত তিন কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
উল্লেখ্য, ওই ১১টি জেলার অনেক জায়গাতেই ইন্টারনেট সংযোগ নাই এখন। মোবাইল নেটওয়ার্কও প্রায় নাই নাই অবস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।