
জুমবাংলা ডেস্ক: ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী আর নেই। খবর ইউএনবি’র।
রবিবার রাত ২টা ২০ মিনিটে ফেনী ডায়াবেটিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আজিজ আহম্মদ প্রথমে ফেনী জেলা পরিষদ প্রশাসক ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে বিজয়ী হন।
১৯৩৯ সালের ২ মার্চ জন্মগ্রহণ করা আজিজ আহম্মদের পৈত্রিক বাড়ি ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে। তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে বিএ পাস করার পর শিক্ষকতা পেশায় যোগ দেন এবং কিছু দিন পর রাজনীতি আর সমাজসেবায় সক্রিয় হন।
তিনি ১৯৭৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৬৪ সালে আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। ১৯৭৩ সালে ছাগলনাইয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তিনি ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও ১৯৮৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।