কাভার্ডভ্যানে তরমুজ রেখেই পালালেন ব্যবসায়ী!
জুমবাংলা ডেস্ক : ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে তরমুজ বোজাই একটি কাভার্ডভ্যান নিয়ে তিন দিন অপেক্ষা করেও পার হতে পারেনি। এতে করে গাড়িতে থাকা তরমুজে পচনধরায় তরমুজ রেখেই পালিয়ে গেছেন ব্যবসায়ী। পরে ওই তরমুজ কম দামে বিক্রি করে দেন গাড়ির চালক। সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে ইলিশা ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
তরমুজ বহনকারী কাভার্ডভ্যানের চালক বাচ্চু মিয়া জানান, গত তিন দিন আগে ভোলার চরফ্যাশন থেকে দুই হাজার ৮০০ পিস তরমুজ নিয়ে রওনা করেন। এই তরমুজ হবিগঞ্জের মাধবপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু গত তিন ইলিশা ফেরিঘাটে এসেও পারাপার হতে পারেনি। এতে করে অনেক তরমুজে পচন ধরেছে। ইতিমধ্যে অনেকগুলো তরমুজ পচে যাওয়ায় নদীতে ফেলা হয়েছে। তরমুজের এ দূরবস্থা দেখে কাভার্ডভ্যানে থাকা তরমুজ ব্যবসায়ী গাড়ি ভাড়া ও লোকশানের আশংকায় গাড়িতে তরমুজ রেখে পালিয়ে যায়। তবে যাওয়ার সময় তাকে তরমুজ বিক্রি করে গাড়ি ভাড়া নেওয়ার কথা বলে গেছেন। পরে দুই হাজার ৮০০ পিস তরমুজ লটে ৪০ হাজার টাকা বিক্রি করে দেন। তবে যথা সময়ে ফেরি পার হতে পারলে তরমুজ নষ্ট হতো না বলে দাবি করেছেন চালক বাচ্চু মিয়া।
এছাড়াও গতকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরিসমূহের চলাচল বাধাগ্রস্ত হয়েছে। আর এতে করে ঘাটে কিছু অপেক্ষমান গাড়ি রয়েছে। জরুরি পণ্যবাহী গাড়িসমূহ অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel