আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু চুক্তি নিয়ে নিজেদের অবস্থান জানালো অ্যামেরিকা। ইউরেনিয়াম মজুত আরো বাড়ানোর হুমকি ইরানের। খবর ডয়চে ভেলে’র।
রোববার ইরান জানিয়েছিল, দেশের পরমাণু-কেন্দ্রে জাতিসংঘের নজরদারি বন্ধ করা হবে। সোমবার দেশের সুপ্রিম নেতা টেলিভিশনে জানিয়েছেন, প্রয়োজনে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম মজুত করবে। এবিষয়ে বিশ্বের কোনো দেশের বাধাই তারা মানবে না। অন্যদিকে, অ্যামেরিকা জানিয়েছে, ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে অ্যামেরিকা আশাবাদী। পরমাণু চুক্তি আরো শক্তিশালী করতে চায় অ্যামেরিকা। তবে ইরানের খায়মখেয়ালি পদক্ষেপ মার্কিন প্রশাসন মেনে নেবে না। ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকবে অ্যামেরিকা।
সোমবার জেনেভায় জাতিসংঘের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি জানান, অ্যামেরিকা চায় পরমাণু চুক্তি আরো জোরদার এবং শক্তিশালী হোক। পরমাণু চুক্তিতে নতুন করে যোগ দেওয়ার বিষয়ে অ্যামেরিকা আশাবাদী। কিন্তু একই সঙ্গে ইরানের হঠকারী পদক্ষেপকে অ্যামেরিকা সমর্থন করে না। ইরান যেভাবে পরমাণু অস্ত্র এবং ব্যালেস্টিক মিসাইল তৈরির হুমকি দিচ্ছে, অ্যামেরিকা তা বরদাস্ত করে না। ইরান যাতে কোনো ভাবেই ওই ধরনের অস্ত্র তৈরি করতে না পারে, অ্যামেরিকা তা নিশ্চিত করবে।