
আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় পাকিস্তানি বাহিনীর হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নওশেরা সেক্টরে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি বর্ষণ করে পাকিস্তান। স্থানীয় সময় রাত ১টার দিকে গুলিতে আহত হন হাবিলদার পাতিল সংগ্রাম সিভাজী। পরে তিনি মারা যান।
Advertisement
এর আগে ১৩ নভেম্বর কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলিতে অনন্ত ১৪ জন নিহত হন। এর মধ্যে ভারতের ছয় বেসামরিক নাগরিক, তিন সেনা সদস্য ও এক সীমান্তরক্ষী এবং পাকিস্তানের চারজন বেসামরিক নাগরিক ও একজন সেনা সদস্য মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


