কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় থেকে বাঁধের জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। বাসসকে তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.৪৬ ফুট মিনস সি লেভেলে এসে বিপৎসীমার উপরে থাকায় বিকেল ৪টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে বিদ্যুৎ কেন্দ্রের পাচটি ইউনিট চালু থাকায় কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাচটি ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।