
জুমবাংলা ডেস্ক : দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিলো ৩৪৮। যার অর্থ, এ শহরের বাতাসের মান বিপজ্জনক।
তালিকায় পরের তিনটি জায়গায় ছিলো যথাক্রমে মঙ্গোলিয়ার উলানবাটর (২৫৮), পাকিস্তানের লাহোর (২২১) ও ভারতের দিল্লি (২১০)।
যখন একিউআই মান ৩০০ এর বেশি থাকে তখন শহরবাসী আরও মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়তে শুরু করতে পারে। এসময়, সবাইকে বাড়ির বাইরের সব কার্যক্রম এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়। আর, একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোর থাকলে বাতাসের মান সহনীয় বলে ধরে নেয়া হয়। এছাড়া, সূচকের স্কোর ১০১ থেকে ১৫০ হওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। কিন্তু, যখন স্কোর ৩০০’র উপরে চলে যায় তখন বাতাস সবার জন্যই বিপজ্জনক থাকে।
একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা হয় একিউআই সূচক। যার মাধ্যমে একটি শহরের বাতাস কতটুকু বিশুদ্ধ বা দূষিত সে সম্পর্কে তথ্য জানা যায়। এছাড়া, ওই পরিস্থিতিতে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানা যায়।
মাত্রাতিরিক্ত মানুষের বসাবাসের নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খাচ্ছে। বর্ষাকালে কিছুটা উন্নতি হতে দেখা গেলেও শুষ্ক মৌসুমে শহরটিতে বায়ু দূষণ মাত্রা অত্যাধিক বেড়ে যায়।