বিনোদন ডেস্ক : ইউটিউব ইন্ডিয়ার বিজ্ঞাপনী প্রচারের টুইস্ট দেখে হেসে খুন দর্শক। শুধু হাসিই নয়, নস্টালজিয়াতেও ভেসেছেন অনেকে। ব্যাপারটা আর কিছুই না, বিজ্ঞাপনে যে দু’জন ব্যক্তিত্বকে দেখা যাচ্ছে, তাঁরা এক সময় ছিলেন ভারতীয় ডেইলি সোপ দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় মুখ। তাঁদের অভিনীত দুটি চরিত্রও বেশ জনপ্রিয়। কমলিকা এবং প্রেরণা। তাঁরাই এখন ইউটিউব ইন্ডিয়ার প্রচারমুখ।
নস্টালজিয়া বিজ্ঞাপন এর আগেও বহুবার হয়েছে। কিন্তু এ বার যেটা হলো, তা নজিরবিহীন। বিজ্ঞাপনী ভিডিয়োতে দেখা যাচ্ছে, টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া এবং শ্বেতা তিওয়ারি দুজনেই হাজির একতা কাপুরের ‘কসৌটি জ়িন্দেগি কে’ ধারাবাহিকের দুই জনপ্রিয় চরিত্র ‘কমলিকা’ এবং ‘প্রেরণা’র সাজে।তবে এ বার আর ঝগড়া করার জন্য নয়, বরং কমলিকা প্রেরণার কাছে যায় স্টাইলিং টিপস নিতে। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কমলিকা প্রেরণাকে বলে যে, ধারাবাহিকে মহিলাদের নিজেদের মধ্যে ঝগড়া দেখানো আসলে পিতৃতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার একটি উপায়। এটি নারীবিদ্বেষী। তাতে প্রেরণার সপাটে জবাব, দু’জন ভদ্র এবং অভদ্র মানুষ কখনও বন্ধু হতে পারে না। পাশাপাশি অবশ্য সে কমলিকাকে স্টাইলিং শেখাতেও এগিয়ে যায়।
কমলিকা ঠোঁটে পরিচিত বাঁকা হাসি এবং আঙুল দিয়ে চুলের কার্ল ঘোরাতে ঘোরাতে প্রেরণাকে বলে যে সে নো-টিয়ার্স মেকআপ লুক টিউটোরিয়াল দিতে পারে। প্রেরণাও তাতে খুশি হয়।
কমলিকা এবং প্রেরণার এই কথোপকথনের দৃশ্য দারুণ উপভোগ করছে দর্শক। ভিডিয়োটি শেয়ার করেছেন ‘কসৌটি জ়িন্দেগি কে’-র প্রযোজক একতা কাপুর স্বয়ং।মূলত ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত সম্প্রচারিত, ‘কসৌটি জ়িন্দেগি কে’ ছিল সেই সময়ের সুপারহিট টিভি ধারাবাহিক।
অনুরাগ এবং প্রেরণার প্রেমের কাহিনি, কমলিকার কুটিল চক্রান্ত দেখার জন্য প্রতিদিন সন্ধ্যায় মা-কাকিমাদের সঙ্গে টিভির সামনে লাইন দিয়ে বসে থাকত মিলেনিয়ালের দল। প্রেরণা-কমলিকার প্রতিদ্বন্দ্বিতা, মেলোড্রামাটিক চিত্রনাট্য, কমলিকার সাজগোজ, ধারাবাহিকের জমকালো সেট দেখে মুগ্ধ হত সকলে। সেই নস্টালজিয়াকেই প্রচারের কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে ইউটিউব ইন্ডিয়ার দাবি। সবচেয়ে মজার বিষয় হলো, এখানে জেন জ়িরা যে ধরনের ভাষা ব্যবহার করে, সেগুলো বলছে প্রেরণা ও কমলিকা। এটাই সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে। যদিও ইউটিউব ইন্ডিয়ার এই বিজ্ঞাপনের টার্গেট অডিয়েন্সই হলো মিলেনিয়াল ও জেন জি।
সাম্প্রতিক বিজ্ঞাপনটি দেখে মুগ্ধ হয়েছে দর্শক। অনেকেই মজাদার চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ। ইনস্টাগ্রামে এই ভিডিয়ো ৩৩ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। কেউ কেউ এই বিজ্ঞাপনটিকে ইউটিউব ইন্ডিয়ার ‘সেরা কাজ’ বলেও মন্তব্য করেছেন।এর আগে বিজ্ঞাপনী প্রচারে অভিনেতা অনুপ সোনির সঙ্গে ‘ক্রাইম পেট্রোল’-এর স্পুফ ব্যবহার করেছিল। সেই ভিডিয়োটিও ইনস্টাগ্রামে ১৯ মিলিয়ন ভিউ পেয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।