আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় আরো এক কিশোর শহীদ হয়েছে। পশ্চিমতীরের নাবলুস শহরের বেইতা এলাকায় গতকাল (শুক্রবার) ইসরাইলের দখলদারিত্ব ও বর্বতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে গেলে ইসরাইলি সেনারা গুলি চালায় এবং তাতেই এই কিশোর শহীদ হয়। খবর পার্সটুডে’র।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইলি সেনাদের গুলিতে মুহাম্মাদ সাঈদ হামায়েল নাম ১৫ বছরের এক কিশোর শহীদ হয়। ফিলস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানায়, ইহুদিবাদী সেনাদের হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে ১১ জন আহত হয়েছেন ইসরাইলি সেনাদের ব্যবহার করা তাজা গুলিতে।
ইসরাইলি সেনারা গতকালের ঘটনাকে শত শত ফিলিস্তিনির সঙ্গে সহিংস দাঙ্গা বলে উল্লেখ করেছে।
এদিকে, নাবলুস শহরের বেইত দাজান এলাকায় ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে মিছিল বের করলে সেখানে রাবার বুলেট ও শ্বাস বন্ধকারী টিয়ার গ্যাস দিয়ে হামলা চালায় ইহুদিবাদী সেনারা। ওই হামলায় অন্তত আট ফিলিস্তিনি আহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।