এদিকে খোটের ভাইঝি অভনেত্রী ভাবনা বালসাভার সংবাদমাধ্যমে জানিয়েছেন, সোমবার সকাল ৬.৫৫ তে শেষ নিঃশ্বা’স ত্যা’গ করেন বিজু খোটে। বহুদিন ধরেই তিনি অসু’স্থ ছিলেন। শেষদিকে তাঁর অধি’কাংশ অঙ্গই আর কাজ করছিল না। হাসপা’তালে থেকে মা’রা যেতে যাননি। তাই সম্প্রতি তাঁকে আ’মরা হাসপাতাল থেকে ঘরে এনেছিলাম।
একসময়ে বলিউডে ঝড় তোলা ‘কালিয়া’ অভিনয় করেছেন আরও অনেক হিট ছবিতে। হিট ছবি কায়ামত সে কায়ামত তক, ভেন্টিলেটর ছাডা়ও মোট ৩০০ ছবিতে অভি’নয় করেছেন খোটে।
সম্প্রতি এক সাক্ষতকারে খোটে বলেন, শোলের কালিয়া খুবই ছোট চরিত্র ছিল। এরপর বহু চরিত্র করেছি। কিন্তু তাদের নাম মনে করতে পারি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।