আবারও অনলাইন ডেটাসেটে ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পাওয়া গেছে। এই ডেটাসেটে ৪১ কোটি ৯০ লক্ষ ফেইসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, ফেইসবুক আইডি, লিঙ্গ ও দেশের তথ্য রয়েছে।
পাসওয়ার্ড বিহীন একটি উন্মুক্ত অনলাইন সার্ভারে ডেটাসেটটি খুঁজে পান জিডিআই ফাউন্ডেশনের নিরাপত্তা গবেষক সন্যম জৈন। তিনি জানান, ডেটাসটটিতে বেশ কিছু তারকার ফোন নম্বরও আছে।
ডেটাসেটটির মালিকের খোঁজ পেতে তিনি সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করেন। এরপরে টেকক্রাঞ্চ ডেটাসেটটির ওয়েব হোস্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সেটি নামিয়ে ফেলা হয়।
ডেটাসেটের কিছু অংশ
ডেটাসেটটিতে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের ১৩ কোটি ৩০ লক্ষ তথ্য রয়েছে, যুক্তরাজ্যের বাসিন্দাদের রয়েছে ১ কোটি ৮০ লাখ তথ্য, ভিয়েতনামের বাসিন্দাদের রয়েছে ৫ কোটি তথ্য।
এ বিষয়ে ফেইসবুকের মুখপাত্র জানিয়েছেন, ডেটাসেটটি কখন ও কারা তৈরি করেছে তা সেটি তদন্ত করে দেখেছেন। ফেইসবুকের দাবি, ডেটাসেটে ৪১ কোটি ৯০ লক্ষ নয় বরং ২১ কোটি তথ্য রয়েছে। কারণ একজন ব্যবহারকারীর তথ্য ডেটাসেটটিতে দুইবার করে আছে।
ফেইসবুক আরও জানিয়েছে, ডেটাসটটি পুরানো। ফোন নম্বর দিয়ে আইডি খোঁজার টুল কাজে লাগিয়ে ডেটাসেটটি তৈরি করা হয়েছে।
ডেটাসেটে তথ্য উন্মুক্ত থাকলেও কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হয়নি বলে জানিয়েছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।