ফের ভরিতে যত টাকা বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে এটা সর্বোচ্চ

ফের ভরিতে যত টাকা বাড়লো সোনার দাম

জুমবাংলা ডেস্ক : আবারও বাড়ল সোনার দাম। এবার প্রতিভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৫ টাকা।

ফের ভরিতে যত টাকা বাড়লো সোনার দাম

গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে। সোনার এই নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৫২৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতিভরি কিনতে খরচ হবে ৮৭ হাজার ৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৫৪৩ টাকা।

এর আগে গত ৫ নভেম্বর প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয় ৯৯ হাজার ৯০২ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতিভরি ৮৫ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয় ৭১ হাজার ৩২৫ টাকা।