ফের সৃজিতের কাছে ফিরলেন জয়া

বিনোদন ডেস্ক: আট বছর আগে ২০১৫ ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় প্রথম অভিনয় করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নাম ‘রাজকাহিনী’। এরপর ২০১৮ সালে আবারও সৃজিতের ক্যামেরার সামনে দাঁড়ান অভিনেত্রী। সে সিনেমার নাম ছিল ‘এক যে ছিল রাজা’।

২০১৯ সালে সৃজিতের ‘শাজাহান রিজেন্সি’-তেও কাজ করার কথা ছিল জয়ার। তবে সেই সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকার কারণে অভিনেত্রী প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন বলে খবর শোনা গিয়েছিল।

কিন্তু টলিউড ও ঢালিউডের অন্দরে কান পাতলে এখনো শোনা যায়, শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়, ওই সময় সৃজিতের সঙ্গে প্রেম সংক্লান্ত গুঞ্জন চরমে উঠার কারণেই ‘শাজাহান রিজেন্সি’ ছেড়েছিলেন জয়া। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, স্বচ্ছ ক্যারিয়ারে কোনো দাগ লাগাতে চাননি জয়া।

তবে, সৃজিতের সিনেমা ছাড়ার পরেও থামেনি তার সঙ্গে বাংলাদেশি অভিনেত্রীর প্রেমচর্চা। টানা কয়েক মাস ধরে সৃজিত-জয়ার প্রেম গুঞ্জনই ছিল দুই বাংলার ‘হট টপিকস’। পরে মিথিলার সঙ্গে সৃজিতের বিয়ের পর এমনিতেই হাওয়ায় মিলিয়ে যায় সব গুঞ্জন।

নতুন খবর হলো, সব গুঞ্জন উপেক্ষা করে দীর্ঘ পাঁচ বছর পর ফের সৃজিতের ডেরায় ফিরছেন জয়া। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই খবর ভেসে বেড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে, আসছে দুর্গাপূজা উপলক্ষ্যে সৃজিতের ‘দশম অবতার’ নামে একটি সিনেমায় দেখা যাবে জয়াকে।

প্রতিবেদনগুলোতে এও বলা হচ্ছে, এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা তথা পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে শুভশ্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা, তাই তিনি এতে কাজ করতে পারবেন না।

শোনা যাচ্ছে, শুভশ্রীর জায়গায় পরিচালক সৃজিত নাকি এই প্রস্তাব দিয়েছিলেন রুক্মিণী মৈত্রকে। তবে রুক্মিণী নাকি জিৎ-এর প্রযোজনা সংস্থার একটি ছবি করছেন, সে কারণে সময় বের করতে পারছেন না।

অগত্যা সৃজিত যোগাযোগ করেন তার একসময়ের নির্ভরযোগ্য সহযোদ্ধা জয়া আহসানের সঙ্গে। প্রাথমিক ভাবে জয়া নাকি সৃজিতের নতুন সিনেমাটি করতে সম্মতি জানিয়েছেন। চিত্রনাট্য পড়ার পরই নাকি অভিনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আপাতত সেই অপেক্ষায় সৃজিত।

যুক্তরাষ্ট্রে আহত শাহরুখ, অস্ত্রোপচার সম্পন্ন