জুমবাংলা ডেস্ক : নতুন বছর শুরুর আগে বিশ্ববাজারে দাম কমলো স্বর্ণের। আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রামে বাংলাদেশি মুদ্রার হিসেবে প্রায় সাড়ে ১০ হাজার টাকা কমেছে বলে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে। এর মধ্য দিয়ে গত ছয় বছরে এই প্রথম এক ধাক্কায় এতটা দাম কমলো।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। দাম কমার কারণে উৎসবের এই মৌসুমে স্বর্ণ কেনার ভাল সময় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। কারণে এই দরপতনে স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক এবং দেশের বাজারে রূপার দামও পড়ে যায়।
করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের ফলে বিশ্বজুড়ে উদ্বেগ এবং শেয়ার বাজারের পতনের প্রভাব সোনা-রূপার বাজারে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। পাশাপাশি আমেরিকায় ফেডারেল ব্যাংকের সাম্প্রতিক কিছু পদক্ষেপকেও এর কারণ বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।