বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আপনি হয়তো ফেসবুক সম্পর্কে অনেক এক্সপার্ট অথবা ফেসবুকে নতুন জয়েন করেছেন। তারপরেও ফেসবুককে নিচের ইচ্ছা অনুযায়ী কাস্টোমাইজ করার সুযোগ আছে। এ সুযোগ আপনি কাজে লাগাতে পারেন। আকর্ষণীয় ফিচার আছে যেগুলি সম্পর্কে অনেকেই অবগত না।
Spotify প্রিমিয়াম সদস্যরা এখন iOS এবং Android Facebook অ্যাপের মধ্যে গান এবং পডকাস্ট শুনতে পারবেন। যখন আপনি বা আপনার বন্ধু স্পটিফাই অ্যাপ থেকে Facebook-এ একটি গান শেয়ার করেন, তখন আপনি Facebook-এর মাধ্যমে স্ক্রল করা চালিয়ে যাওয়ার সাথে সাথে গান শুনতে পারেন।
আপনি যদি কিছু সময়ের জন্য Facebook ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে সম্ভবত আপনার কাছে অপঠিত বার্তায় পূর্ণ একটি ফোল্ডার থাকবে যা আপনি জানেন না যে এ ধরনের কোন কিছু ফেসবুকে থাকতে পারে। একে মেসেজ রিকুয়েস্ট ফোল্ডার বলে। এখানে সেই সমস্ত লোকদের কাছ থেকে বার্তা আসে যাদের সাথে আপনি বর্তমানে বন্ধু নন৷ সময় পেলে চেক করে দেখা উচিত। হয়তো তাদের গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে।
আপনি যে সমস্ত লোককে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন কিন্তু তারা আপনার অনুরোধ উপেক্ষা করেছেন বা মুছে দিয়েছেন তাদের তথ্য ফেসবুক রাখে। হয়তো তারা আপনাকে পছন্দ করে না অথবা তারা নিয়মিত ফেসবুক ব্যবহার করে না। তাদের তালিকাও আপনি চাইলে দেখতে পারবেন।
আপনার অনুমতি ছাড়া ও আপনার অজান্তে কেউ যেনো ফেসবুকে প্রবেশ না করে বিষয়টি নিশ্চিত হতে পারবেন। ফেসবুকের সেটিং ও প্রাইভেসি অপশন থেকে কখন কোন অঞ্চল থেকে লগিন করা হয়েছে ও কোন ডিভাইস ব্যবহার করা হয়েছে সব তথ্য আপনি দেখতে পারবেন। হয়তো বন্ধুর ডিভাইসে লগিন করেছেন কিন্তু পরে লগ আউট করতে মনে ছিলো না এমনও হতে পারে।
সাম্প্রতিক স্ক্রোল করার সময় আপনি কোন আর্টিকেল দেখেছেন কিন্তু সময়ের অভাবে পড়তে পারেননি। এ আর্টিকেল বা ফেসবুক পোস্ট আপনি সেভ করে রাখতে পারবেন। পরবর্তী সময়ে যখন ফ্রি হবেন তখন ঐ পোস্ট আপনি দেখতে পারবেন। কেননা একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর ঐ আর্টিকেল আর খুঁজে পাওয়া যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।