বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয়। সারাবিশ্বে এর ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি। প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। সম্প্রতি ফেসবুক অ্যাকটিভিটি ড্যাশবোর্ড টুলস নামের একটি ফিচার নিয়ে এসেছে। ফলে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফেসবুক ব্যবহারের সীমা নির্ধারিত করতে পারবেন।
এই ফিচারের মাধ্যমে ফেসবুকে আপনি দিনে কত সময় ব্যয় করবেন তাও নির্ধারণ করতে পারবেন। সেই সময় শেষ হলেই বেজে উঠবে অ্যালার্ম।
এই ফিচার মূলত একটি মনিটরিং টুল হিসেবে কাজ করবে। অনেকটা অ্যালার্ম ঘড়ির মতো। অর্থাৎ ফেসবুক নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করলেই এই অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যাবে এবং ব্যবহারকারীকে নোটিফিকেশন দিতে থাকবে।
তাহলে চলুন জেনে নেই কীভাবে ফেসবুকে টাইম রিমাইন্ডার সেট করা যাবে:
১. অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে, আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন।
২. উপরের ডানদিকে কোণায় থ্রিডট লাইনের মেনু আইকনে ক্লিক করুন।
৩. নিচে স্ক্রোল করে Settings and Privacy অপশনটি সিলেক্ট করে নিন।
৪. এবার প্রদর্শিত তালিকা থেকে Settings অপশনটি বেছে নিন।
৫. পরবর্তী ধাপে Preference এর অধীনে ‘Your Time on Facebook’ বলে একটি অপশন থাকবে।
৬. সেটি বেছে একদম শেষে ‘Set Daily Time Reminder’ অপশনটি পাবেন।
৭. এবার নির্দিষ্ট টাইম লিমিট সেট করে দিন যা অতিক্রম হলেই নোটিফাই করা হবে আপনাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।