বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ এ্যাক্টিভ জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আবারো ‘বিতর্কিত’ পোস্ট করে বসলেন তিনি। কেউ আঁচড়ে দিয়েছে তাঁর পিঠে। সেই ছবিও শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। কার কাজ এটা?
মিরর সেলফির মাধ্যমে পিঠের সেই আঁচড়ের ছবি দিয়েছেন তিনি। সঙ্গে এটাকে ‘ভালোবাসার আঁচড়’ হিসেবেও উল্লেখ করেছেন। যা দেখে এক অনুরাগী লিখেছেন, ‘তোমায় আদর করে দিয়েছে দিদি।’
ভাবছেন এই আঁচড় আবার কার দেওয়া? দোষীর ছবিও অভিনেত্রী শেয়ার করে দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার আঁচড়… না কোনও পুরুষ মানুষের নয়। আমার অবলা সন্তানের আদরের। বলে দিলাম বাবা আগেভাগে, পাছে কেউ ভুল বোঝে।’
শ্রীলেখার মস্করায় সামিল হতে দেখা গেল তাঁর অনুরাগীদেরও। অনেকের আবার স্পষ্ট বার্তা, কে কী ভাবল তা ভাবার প্রয়োজন নেই।’
পোষ্য নিয়ে শ্রীলেখার ভালোবাসার কথা অজানা নয় কারও। বাড়িতে পোষ্য রাখা নিয়ে আবাসনের বাসিন্দাদের রোষের মুখেও একাধিকবার পড়েছেন শ্রীলেখা। তবে তাতে দমে জাননি তিনি। টলিউডের একাধিক নায়ক নায়িকাও দাঁড়িয়েছিলেন তাঁর পাশে।
ভ্যালেন্টাইন্স ডে-র দিনে কোনও এক অনুরাগীর কাছ থেকে উপহার পেয়েছিলেন শ্রীলেখা। নিজের ফেসবুক (Sreelekha Mitra Facebook) হ্যান্ডলে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছিলেন, ‘কোনও একজন অজ্ঞাত পরিচয় প্রেমিকের কাছ থেকে এই উপহারটা পেলাম। কী করে বুঝব কে পাঠিয়েছে! আমি কিংকর্তব্যবিমুঢ়।’ উপহার হিসেবে দেখা যাচ্ছে, একগুচ্ছ গোলাপ, একটি টেডি বিয়ার আর ভ্যালেন্টাইন্স ডে কার্ড। গোপন প্রেমিকের কাছ থেকে ভ্যালেন্টাইন্স ডে-তে এমন উপহার পেয়ে অভিনেত্রী কিংকর্তব্যবিমুঢ় হলেও মনে মনে যে বেশ খুশিই হয়েছেন, তা বোঝা যাচ্ছে। আর হবেন নাই বা কেন। উপহার পেতে কার না ভালো লাগে। আর ভালোবাসার দিনে যদি ভালোবেসে কেউ এমন উপহার দেন, তা মনকে খানিকটা আনন্দ দেয় বৈকি। হোক সে গোপন কোনও মানুষ।’
অজ্ঞাত পরিচয় প্রেমিকের কাছ থেকে শুধু উপহার পেয়েই ক্ষান্ত থাকেননি না শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বরং তাঁকে রিটার্ন গিফটও দিলেন তিনি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পরের দিকে আরও একটি পোস্ট শেয়ার করেছিলেন শ্রীলেখা। লাল লিপস্টিক, লাল পোশাকে সুন্দর সেজে একটি ছবি পোস্ট করেছিলেন। আর সেই ছবি উপহার দিলেন ‘গোপন প্রেমিক’কে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গোপন প্রেমিকের জন্য আমার পক্ষ থেকে রিটার্ন গিফট।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।